রবিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, অতি সম্প্রতি বাংলাদেশ একটা মারাত্মক পরিবর্তন হয়েছে। কিন্তু অতীতকে বর্জন করে অস্বীকার করে, এই পরিবর্তন যদি কেউ করতে চাই। তাহলে আহাম্মকের স্বর্গেই বাস করছে। দু'দিন পরে তাদেরকেও এ রকম হতে হবে। মানুষ খুব আশা করেছিল কিন্তু গত এই তিন মাসে মানুষের আশার মতো ফল পাই নাই। সাধারণ মানুষের যে উপার্জন তারা বাজারে যেতে পারছে না স্ত্রী-পুত্র পরিবার নিয়ে খেতে পারছে না ভালো ভাবে। তারপরেও মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পীরে কামেল এরকম অলি এরকম জনগণের বন্ধু এই উপমহাদেশে খুব কম আছে। আমি আল্লার কাছে প্রার্থনা করি আল্লাহ তাকে যেন বেহেস্ত নসিব করেন। তার উসুলায় বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখেন। যারা সরকার চালাচ্ছে তাদেরকে অনুরোধ করবো তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়। যারা ছিলেন তাদের জন্য যেমন নয় আজকে যারা এসেছেন তাদের জন্যও চিরস্থায়ী নয়। এজন্য দেশের মানুষের কথা চিন্তা করুন। দেশের মানুষকে সম্মান করুন। অতীতকে সম্মান করুন। যাদের এই দেশের জন্য অবদান আছে তাদেরকে যথাযথ যোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা করুন।
তিনি আরও বলেন, এই দেশের মানুষ চাই গণতন্ত্র, চাই ভোটাধিকার, শেখ হাসিনার এই রকম ন্যক্কারজনক পতনের প্রদান কারন তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেন নাই। পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিক ভাবে ভোটা দিতে দেন নাই। যার ফল এটা হয়েছে এবং দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এখন যারা আছে তাদের পরিণতি খুব ভালো হবে না। এটা আমার বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
109 Comments
sIFRSJqNe
November 27, 2024 at 10:51pmsIFRSJqNe
November 27, 2024 at 10:51pmwheYYtObEceOHNN
November 28, 2024 at 9:08pmwheYYtObEceOHNN
November 28, 2024 at 9:08pmVLKjwdOLewvrTBa
November 29, 2024 at 4:24pmVLKjwdOLewvrTBa
November 29, 2024 at 4:24pmGhNrcvdMeZwRl
November 30, 2024 at 11:49amGhNrcvdMeZwRl
November 30, 2024 at 11:50amTFUfEnQwX
December 01, 2024 at 6:50amTFUfEnQwX
December 01, 2024 at 6:50amLeave A Reply