টাঙ্গাইল জেলার সদর থানাধীন রাবনা বাইপাস এলাকা হতে উপ-পরিচালক কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম এর নির্দেশনায় গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৭/০৩/২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী রংপুর মেট্রোপলিটন এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার উদ্দেশ্যে একটি নোয়াহ মাইক্রোবাস যোগে রওনা হয়ে বর্তমানে বঙ্গবন্ধু সেতু পাড় হয়ে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি টাঙ্গাইল জেলার সদর থানাধীন রাবনা বাইপাস এলাকার টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে নোয়াহ মাইক্রোবাসটির সিটের নিচে থাকা পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা (ক) ৯৬৬ (নয়শত ছেষট্টি) বোতল ফেন্সিডিল, (খ) ০১ (এক) টি সচল নোয়াহ মাইক্রোবাস, (গ) ০৪টি মোবাইল সেট ও (ঘ) নগদ ১৬৫০/- (এক হাজার ছয়শত পঞ্চাশ) টাকাসহ ১। মোঃ দুলু মিয়া (৪০), পিতা- মোঃ কফুর উদ্দিন, ২। মোঃ রিপন ইসলাম (২২) [চালক], পিতা- দুলাল হোসেন, ৩। মোঃ মিনাজুল ইসলাম (২১), পিতা- মোঃ আমিনুল হক, সর্ব সাং- সেবকদাস, ও ৪। মোঃ রহিম বাদশা (২৭), পিতা- মোঃ আঃ রাজ্জাক, সাং- সেবকদাস নিথক, সর্ব থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাটদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করত। তারা রংপুর জেলা হতে অবৈধ আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে। এ সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply