সিদ্দিকুর রহমান সিদ্দিক টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার চাপড়ী গ্রামে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম মোহাম্মদ মোজাফ্ফর আলী। তিনি এক পর্বের টেলিভিশন নাটক ও ধারাবাহিকে বেশিরভাগ সময় কমেডি চরিত্রে অভিনয় করে থাকেন। ২০১৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘এইতো ভালোবাসা’ মুক্তি পেয়েছিলো।
সিদ্দিক বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ থেকে টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী)আসনের মনোনয়ন পত্র কিনেছিলেন তিনি, কিন্তু দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশগ্রহণ করেননি।
২০২৩ সালে ঢাকা-১৭, সংসদীয় আসন ১৯০ (গুলশান বনানী ও ক্যান্টনমেন্ট, ভাসানটেক এলাকা) ও টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ি) সংসদীয় আসন-১৩০ আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেনি।
ছাত্রদলের অভিযোগ, সিদ্দিক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিভিন্ন সময়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে।
Share On:
4 Comments
phNKrHyVO
July 07, 2025 at 3:32pmphNKrHyVO
July 07, 2025 at 3:33pmlcAKZkXNJxMC
July 07, 2025 at 9:31pmlcAKZkXNJxMC
July 07, 2025 at 9:31pmLeave A Reply