প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যার পর বালুচাপা দিয়েছেন স্ত্রী।
প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যার পর বালুচাপা দিয়েছেন স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের রামাইল গ্রামে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চর ডাকাইতাবান্দা এলাকা থেকে স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম নাঈম হোসেন (২০)। তিনি ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে। স্ত্রী রেশমি খাতুন একই ইউনিয়নের রামাইল গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। মাসুদ নামের এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন রেশমি খাতুন।
জানা গেছে, কয়েকমাস আগে রেশমীকে ভালোবেসে বিয়ে করেন নাঈম হোসেন। কিছুদিন না যেতেই ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে মাসুদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে রেশমী। স্বামী নাঈমের অগোচরে চলতে থাকে তাদের পরকীয়া।
গত ১৯ ডিসেম্বর স্ত্রী রেশমিকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান নাঈম। পরে নববধূ নাঈমকে নিয়ে বিকেলে ঘুরতে বের হয়। এরপর রাতে রেশমি বাবার বাড়ি গিয়ে জানায়, তার স্বামী নাঈম চলে গেছে। এরপর থেকে নাঈমের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
গ্রেপ্তার রেশমির বরাত দিয়ে পুলিশ জানায়, রেশমি পরকীয়ায় আসক্ত ছিল। তার প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে। নাঈমকে নিয়ে পরিকল্পনা অনুযায়ী চরাঞ্চলের বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। এরপর সরিষাবাড়ি সীমান্ত এলাকায় গিয়ে প্রেমিকের সহায়তায় হত্যার পর মরদেহ বালুচাপা দিয়ে রেশমি বাবার বাড়িতে চলে যায়।
ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। স্ত্রী রেশমী ও পরকীয়া প্রেমিক মাসুদের দেয়া তথ্যানুযায়ী নাঈমের লাশ বালুর নিচ থেকে উদ্ধার করা হয়েছে। রেশমী ও মাসুদকে আটক করা হয়েছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply