ভারতের মহারাষ্ট্রের নান্দেদে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যেখানে পরিবারের হাতে নৃশংসভাবে খুন হওয়া প্রেমিকের মরদেহকেই ‘বিয়ে’ করেছেন প্রেমিকা। নৃশংসভাবে পিটিয়ে, গুলি করে ও পাথর দিয়ে মাথা চূর্ণ-বিচূর্ণ করে মারা হয়েছিল ২০ বছর বয়সী যুবক সক্ষম টেটকে। কিন্তু তার শেষকৃত্যের সময় তার প্রেমিকা আঁচল সাহসের সঙ্গে টেটের কপালে সিঁদুর পরিয়ে দেন এবং পুত্রবধূ হিসেবে তার বাড়িতে থাকার শপথ নেন।আঁচল তার ভাইদের মাধ্যমে সক্ষম টেটের সঙ্গে পরিচিত হন। টেটের বাড়িতে ঘন ঘন যাতায়াতের মাধ্যমেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে। তিন বছর ধরে তাদের এই সম্পর্ক চলতে থাকে। তবে সম্প্রতি তাদের ভালোবাসার ওপর নেমে আসে পারিবারিক চাপ। জাতের পার্থক্যের কারণে আঁচলের পরিবার তাদের সম্পর্ক মানতে পারছিল না। অসংখ্য হুমকি দিয়েছিল টেটকে। এতকিছুর পরেও আঁচল টেটের সঙ্গে তার সম্পর্ক অব্যাহত রেখেছিলেন।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply