রাজধানীতে আজ সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পল্টনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। অন্যদিকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ ডাকা হয়েছে।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ ডাকা হয়েছে।
এর মধ্যেই সমাবেশের জন্য চিঠি পুলিশ কমিশনারের দপ্তরে পাঠানো হয়েছে। বিএনপির একটি প্রতিনিধিদল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছে। সমাবেশ সফল করার জন্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সমন্বয়ক করে পর্যায়ক্রমে নানা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এটি ঐতিহাসিক সমাবেশ হবে এমন আশাবাদ ব্যক্ত করে রিজভী ঢাকাবাসীসহ দলের সব স্তরের নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।
অন্যদিকে, আজ বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে এ সমাবেশ ডাকা হয়েছে। সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকবেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরের পরিচালনায় সমাবেশে দলের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
দলীয় একাধিক সূত্র জানায়, সমাবেশ সফল করতে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
Share On:
10 Comments
oIGWYEqgXU
September 18, 2024 at 9:40pmoIGWYEqgXU
September 18, 2024 at 9:40pmjvuLMjEEL
September 21, 2024 at 11:38amjvuLMjEEL
September 21, 2024 at 11:38amnoxTtZwwzJN
September 24, 2024 at 5:02pmnoxTtZwwzJN
September 24, 2024 at 5:02pmaTmglVhXRmdlCb
October 26, 2024 at 6:47pmaTmglVhXRmdlCb
October 26, 2024 at 6:47pmnZjaSdBRkNh
October 30, 2024 at 8:02pmnZjaSdBRkNh
October 30, 2024 at 8:02pmLeave A Reply