আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে মানববন্ধন করছেন বিএনপির নেতাকর্মীরা। আজ রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে মানববন্ধন করছেন বিএনপির নেতাকর্মীরা। আজ রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়।
এদিন সকাল ৯টা থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এ সময় নেতাকর্মীরা ‘মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘জেলে নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘অবৈধ নির্বাচন মানি না মানব না’— এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এদিকে, বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাব এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় তৈরি করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের জলকামান ও এপিসিও প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও ছিলেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ছিলেন তারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান মানববন্ধনে সভাপতিত্ব করছেন। এতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক কাদের গনি চৌধুরী, দপ্তর সহসম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ আরও অনেকে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply