সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা পূর্ব কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী সর্বাত্মক ব্লকেড কর্মসূচি পালন করছেন।
বুধবার রাজধানীর মহাখালী আমতলা রেললাইন কারওয়ান বাজার এলাকার রেললাইনে অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে দুটি লাইনেই ট্রেন চলাচল বন্ধ আছে।
বুধবার দুপুরের দিকে ঢাকা রেলওয়ে থানা কমলাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা মহাখালী আমতলা লেভেল ক্রসিং, বনানী চেয়ারম্যান বাড়ির পাশাপাশি ও কারওয়ান বাজারে রেললাইনে অবস্থান নিয়েছেন। দুপুর ১২টার থেকে তারা এখন পর্যন্ত রেললাইনের ওপরে বসে আছেন। দুই পাশেই রেল চলাচল বন্ধ আছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছেন।
Share On:
4 Comments
gyxioBeJW
September 18, 2024 at 9:40pmgyxioBeJW
September 18, 2024 at 9:40pmRCLmvjUo
November 14, 2024 at 5:04amRCLmvjUo
November 14, 2024 at 5:04amLeave A Reply