নৌকা থেকে পড়ে গেলেন যেসব তারকা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছে রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি অনেক জনপ্রিয় অভিনয় শিল্পী । দলীয় মনোনয়ন প্রত্যাশী অধিকাংশ অভিনেতা তালিকা থেকে বাদ পড়েছে।
আওয়ামী লীগের দলীয় কার্যালয় দলের সাধারণ সম্পাদক মনোনীত তালিকা তালিকা ঘোষণা করেন। পুরাতন অভিনেতা এর মধ্যে আসাদুজ্জামান নূর এবং শিল্পী মমতাজ ছাড়া নতুনদের মধ্যে যুক্ত হয়েছে অভিনেতা ফেরদৌস। তাছাড়া অন্য সকল প্রত্যাশীরা নৌকা টিকেট পাননি।
মনোনয়ন বঞ্চিত অভিনেতা মাসুদ পারভেজ রুবেল যিনি বরিশাল ৩ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তার আসনে মনোনয়নপত্র নিশ্চিত করেছেন সরদার মোহাম্মদ খালেদ হুসেন । অপরদিকে বাগেরহাট ৩ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অভিনেতা শাকিল খান কিন্তু শেষ পর্যন্ত তিনিও নৌকার টিকেট পেলেন না। তার বিপরীতে দলীয় টিকেট পেয়েছে হাবিবুন নাহার।
অভিনেত্রী মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি জিয়াউর রহমান । ঢাকা ১৭ আসন থেকে এস ডি রুবেল দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সেখানে দলীয় মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত।
টাঙ্গাইল ১ আসন থেকে ছোট পর্দা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দীক মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। । তবে সেখানে দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আব্দুর রাজ্জাক।
জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা ও পরিচালক এসডি রুবেল মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আওয়ামী লীগের হয়ে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন এ তারকা। তবে এ আসনে মনোনয়ন পেয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ‘ম্যাডাম ফুলি’ খ্যাত অভিনেত্রী সামসুন্নাহার সিমলা ঝিনাইদহ-১ আসনে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুলেছিলেন। তার জায়গায় মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল হাই।
শমী কায়সার ও রোকেয়া প্রাচী
ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন দুজন অভিনেত্রী। তারা হলেন রোকেয়া প্রাচী ও শমী কায়সার । তবে সেখানে দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আবুল বাশার।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply