রাঙামাটিতে বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশের বাধার অভিযোগ করেছেন দলটির নেতা-কর্মীরা।
রাঙামাটিতে বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশের বাধার অভিযোগ করেছেন দলটির নেতা-কর্মীরা। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় দলীয় কার্যালয় হতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির শুরু করে দলটি। নেতা-কর্মীরা বনরুপা এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। পুনরায় মিছিল নিয়ে দলীয় কার্যালয় এসে কর্মসূচি শেষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপ-মন্ত্রী মণি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম (ভুট্টো), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বলেন, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন লিফলেট বিতরণের সময় পুলিশ আমাদের কর্মসূচিতে বাঁধা প্রদান করেছে। পুলিশের এমন আচরণে আমরা তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, এই অবৈধ সরকারের ডামী নির্বাচন আমরা মানি না, দেশের জনগণকে এই নির্বাচনে ভোট না দিতে আমরা উৎসাহিত করছি। এই অবৈধ সরকার ও নির্বাচনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো। এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকারও ঘোষণাও দেয়া হয়।
তবে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম বলেন, আমরা কোনো বাঁধা দেয় নি। শহরের ব্যস্ততম বনরুপায় তাদের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। তাই আমরা তাদের শৃঙ্খলভাবে দোকাগুলোতে লিফলেট দিয়ে সংক্ষিপ্ত করতে বলেছি। তারাও আমাদের সহযোগিতা করে, দলীয় কার্যালয়ে এসে কর্মসূচি শেষ করে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply