ইউরোপের অন্যতম পার্কিং অ্যাপ অপারেটর ইজিপার্ক সাইবার আক্রমণের শিকার হয়েছে।
হামলার মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।
ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিবেদন অনুসারে, অপারেটররা দ্রুত এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে। খবর টেকটাইমস।
দ্য গার্ডিয়ানসের প্রতিবেদন অনুসারে, রিংগো ও পার্কমোবাইলের মতো ব্র্যান্ডের মালিক ইজিপার্ক গ্রুপ।
প্রতিষ্ঠানটি দাবি করেছে গ্রাহকের নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল ঠিকানা এবং ক্রেডিট কার্ডের তথ্যের কিছু অংশ চুরি হয়েছে।
তবে সাইবার-আক্রমণের কারণে পার্কিং সংক্রান্ত তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি।
হ্যাকাররা তথ্য হাতিয়ে নিলেও কোম্পানিটি এগুলোকে অসংবেদনশীল হিসেবে জানিয়েছে।
কারণ এগুলো ব্যবহার করে অর্থ হাতিয়ে নেয়া সম্ভব নয়। তার পরও প্রতিষ্ঠানটি এ বিষয়ে গ্রাহককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
সাইবার হামলার ঘটনায় কতজন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি।
শুধু যুক্তরাজ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে ইজিপার্কের রিংগো অ্যাপের ৯৫০ জন ব্যবহারকারী।
সংশ্লিষ্ট একজন জানায়, যারা প্রভাবিত হয়েছেন তাদের বেশির ভাগই ইউরোপের ইজিপার্ক সদস্য।
ধারণা করা হচ্ছে, হামলায় কয়েক হাজার গ্রাহকের তথ্য বেহাত হয়েছে।
ফার্মটি আরো জানায়, তাদের পার্কমোবাইল অ্যাপে মার্কিন যুক্তরাষ্ট্রে ৫ কোটি ব্যবহারকারী রয়েছে, তবে হ্যাকিংয়ের ঘটনায় তাদের তথ্যে কোনো প্রভাব পড়েনি।
অন্যদিকে হ্যাকরিডস জানায়, সংস্থাটি এরই মধ্যে নিয়ন্ত্রক সংস্থা, সুইডেন ও যুক্তরাজ্যের তথ্য কমিশনারের অফিস ও সুইস ডাটা নিয়ন্ত্রকদের কাছে হামলার বিষয়ে জানিয়েছে।
এক বিবৃতিতে ইজিপার্ক গ্রুপ জানায়, ১০ ডিসেম্বর তারা প্রথম সাইবার হামলার বিষয়ে জানতে পারে এবং কয়েকদিনের মধ্যে ক্ষতিগ্রস্ত গ্রাহককে এ বিষয়ে অবগত করেছে।
এখন পর্যন্ত কোনো মুক্তিপণ চাওয়া হয়নি এবং চুরি হওয়া তথ্য ডার্ক ওয়েব ফাঁস করে দেয়ার কোনো তথ্য গ্রুপটি পায়নি বলে জানিয়েছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply