রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলার চান্দুলিয়া, কন্ডা ও কান্দি বলিয়ারপুর মৌজার মধ্য দিয়ে প্রবাহিত বামনী খালের জায়গায় অননুমোদিত তিনটি আবাসন প্রকল্পের সব কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), নিজেরা করি, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ), আইন ও সালিশ কেন্দ্র (আসক), ব্লাস্ট ও নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান আবেদনকারী হয়ে রিট করেন।
সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রুলসহ এ আদেশ দেন।
একই সঙ্গে জম জম নূর সিটি, এসএ হাউজিং ও সুগন্ধা হাউজিং—এ তিন আবাসন কোম্পানি এরই মধ্যে কী পরিমাণ খালের জমি ভরাট করেছে, সে বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও ঢাকা জেলার জেলা প্রশাসকের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, তাকে সহযোগিতা করেন আইনজীবী শামিমা নাসরিন ও এস হাসানুল বান্না।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply