বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ফেরানো এবং জনসাধারণের প্রতি আস্থা বৃদ্ধি করাটাও এক ধরনের বড় চ্যালেঞ্জ নতুন সরকারের সামনে।
আমি আগেও বলেছি, নতুন সরকারকে ১০০ দিনের মধ্যে একটা রূপরেখা তৈরি করে তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে গতকাল তিনি বলেন, সংস্কার, সুশাসন, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, জবাবদিহিতা না থাকলে লাভ হবে না। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমাদের আয়ের উৎস বাড়াতে হবে। তাহলে মূল্যস্ফ্যীতির কামড়টা একটু কম লাগবে। আয়, আয়ের উৎস এবং কর্মসংস্থান বাড়ানোর জন্য ছোট ছোট শিল্পগুলোকে গুরুত্ব দিতে হবে।
আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। এগুলোর সক্ষমতা বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, দুদকসহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামোগত সংস্কার এনে সক্ষমতা বাড়াতে হবে। কেননা প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছাড়া কোনো রাষ্ট্র শক্তভাবে দাঁড়াতে পারবে না।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply