লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু গত দুই ম্যাচের মতো আবারও জিরোনার মাঠে ড্র করেছে শীর্ষস্থানীয় দলটি। রবিবার(৩০ নভেম্বর) রাতে আক্রমণে সম্পূর্ণ আধিপত্য থাকলেও গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় ১-১ সমতায় সন্তুষ্ট থাকতে হয়েছে জাবি আলোনসোর শীর্ষদের।
খেলায় শুরু থেকেই বল পায়ে নিয়ন্ত্রণ রাখা লস ব্লাঙ্কোসরা ৬০ শতাংশ বলের দখল ও ২৫ শট নিলেও মাত্র ৪টি শটই লক্ষ্যে রাখতে পারছিল। বিপরীতে, নিচের দিকের জিরোনা ১০ শটের মধ্যে ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। ম্যাচের প্রথমার্ধে ৪৫ মিনিটে জিরোনার অ্যাজেডিন ঔনাহি বলজালে বল রেখে এগিয়ে দেন তাদের।
রিয়ালের পক্ষে সমতার গোল আসে ৫৭ মিনিটে, যখন কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল করেন। তবে ভিনিসিয়ুস জুনিয়রের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এমবাপের এই গোল চলতি লা লিগায় তার ১৪তম, যা সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply