ক্ষেত ভরা তরতাজা ক্যাপসিকাম প্রথমবার চাষ করেছিলেন জামালপুরের ইসলামপুরের কৃষক হৃদয় হাসান। তবে বিক্রি করতে না পেরে হতাশায় ভেঙে পড়েছিলেন তিনি । অবশেষে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ এই কৃষকের পাশে দাঁড়িয়েছে।
সম্প্রতি স্বপ্ন’র একটি টিম কৃষকের সঙ্গে কথা বলে ২৫০ কেজি ক্যাপসিক্যাম কিনে নেয়। এখন থেকে তার উৎপাদিত ক্যাপসিক্যাম কিনবে স্বপ্ন’র আউটলেটে।
এর আগে মার্চ এর প্রথম সপ্তাহে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ‘ক্যাপসিকামের ব্যাপক ফলন, বিক্রি করতে না পেরে কাঁদছেন কৃষক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদের পড়ে প্রতিনিধির মাধ্যমে সেই কৃষকের সঙ্গে যোগাযোগ করে স্বপ্ন’র টিম।
স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির জানান, তার পণ্য আমরা এরইমধ্যে কিনে নিয়েছি। যেখানেই সংকট আর বিপর্যয় কৃষকের জন্য কাল, সেখানেই পৌঁছে যাবে ‘স্বপ্ন’ |এ প্রসঙ্গে স্বপ্ন’র হেড অফ পার্চেজ সাজ্জাদুল হক বলেন, গণমাধ্যমে খবর দেখার পর আমরা সিদ্ধান্ত নেই এই কৃষকদের পাশে আমরা দাঁড়াবো। দুঃসময়ে কষ্টে থাকা অনেক কৃষকদের পাশে ‘স্বপ্ন’ এর আগেও দাঁড়িয়েছে। সামনেও পাশে থাকবে।
কৃষক হৃদয় হাসান জানান, স্বপ্নকে ধন্যবাদ দুঃসময়ে আমার পাশে থাকার জন্য ।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply