শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজই ট্রাইবুনালে শুরু হয়েছে কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসির লাইভ পেজে..
নিরাপত্তা শঙ্কায় এখনই দেশে ফিরছেন না বাংলাদেশের ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন মিরপুর টেস্টে তার খেলা না খেলা নিয়ে আবারও সংশয় তৈরি হয়েছে।
নানা আলোচনা-গুঞ্জনের পর বুধবার মি. হাসানকে রেখেই প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ২১শে অক্টোবর শুরু হতে যাওয়া ওই টেস্টে অংশ নেওয়ার জন্য বৃহস্পতিবার রাতে ঢাকায় ফেরার কথা ছিল সাকিব আল হাসানের।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রওনাও দেন মি. হাসান। কিন্তু দুবাইয়ে যাত্রবিরতির সময় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে তাকে আপাতত দেশে না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
“এখনই হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই,” স্থানীয় গণমাধ্যমকে বলেছেন মি. হাসান।
তবে নিরাপত্তা ইস্যুতে কে বা কারা তাকে এখন দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এ ব্যাপারে বিসিবির কাছ থেকেও এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা আসেনি। এছাড়া কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিকভাবে কেউ কিছু বলতে চাননি।
তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে অংশ নিতে না পারলেও মি. হাসানকে পরবর্তী টেস্টের জন্য দেশে ফেরানো যায় কি না, সে বিষয়টিও ভাবা হচ্ছে বলে জানিয়েছে একটি
Share On:
26 Comments
SYmCwcbLUNZI
November 09, 2024 at 9:43amSYmCwcbLUNZI
November 09, 2024 at 9:43amXNaVLKfOQFN
November 16, 2024 at 7:24pmXNaVLKfOQFN
November 16, 2024 at 7:24pmXtwGdtHMYY
November 18, 2024 at 3:31amXtwGdtHMYY
November 18, 2024 at 3:31ammugIznlKaIb
November 27, 2024 at 10:54pmmugIznlKaIb
November 27, 2024 at 10:54pmNwPkeCPxeLbKHO
November 30, 2024 at 11:51amNwPkeCPxeLbKHO
November 30, 2024 at 11:51amLeave A Reply