জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ হিসেবে অভিহিত করেছেন।
রোববার (৬ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
সামান্তা শারমিন লেখেন, “ইমাম হোসেন (রা.) ও তাঁর সাথীদের আত্মত্যাগ মানব ইতিহাসে ন্যায়বিচার, সত্য ও স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক। গাজা থেকে বাংলাদেশ—পৃথিবীর প্রতিটি জনপদে উপনিবেশ, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের লড়াইয়ে কারবালা চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে।”
কারবালার নারীদের সংগ্রামের উদাহরণ টেনে তিনি বলেন, “উম্মে লাইলা, রাবাব, হযরত জয়নাব (রা.)—তাঁদের মতো নারীরা স্বামী-সন্তান হারিয়েও জালিমের কাছে নতি স্বীকার করেননি। তাঁরা ছিলেন দৃঢ় ও মর্যাদাবান।”
শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে সামান্তা লেখেন, “বাংলার ইয়াজিদ হাসিনার গুম-খুন-ক্রসফায়ারে কত নারীকে অকাল বৈধব্য বরণ করতে হয়েছে! এই সব কাহিনি একত্র করলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’ও মলিন হয়ে পড়বে।”
তিনি আরও লেখেন, “এই দুনিয়ার প্রতিটি জনপদ কারবালা, প্রতিটি দিন আশুরা। সেই জুলাইয়ের তরুণীর প্রশ্ন—‘আমার কি বিধবা হবার বয়স হইছে?’—আমাদের বিবেক নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নারী-অধিকার প্রশ্নে আমাদের নতুন করে ভাবা দরকার।”
Share On:
97 Comments
ZkAjttgmq
July 09, 2025 at 3:09pmZkAjttgmq
July 09, 2025 at 3:10pmPEDOwyEhlYyUR
July 10, 2025 at 5:22amPEDOwyEhlYyUR
July 10, 2025 at 5:22amfpRhjtQqAdLELqe
July 11, 2025 at 7:03pmfpRhjtQqAdLELqe
July 11, 2025 at 7:04pmEDEiwPgumntvM
July 12, 2025 at 10:41pmEDEiwPgumntvM
July 12, 2025 at 10:41pmPNcATPBq
July 13, 2025 at 4:46amPNcATPBq
July 13, 2025 at 4:46amLeave A Reply