জুলাই গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের ডাকা 'শাটডাউন' কর্মসূচি ঘিরে এই ব্যবস্থা নিয়েছে ঢাকা জেলা পুলিশ।
রাজধানীর প্রবেশপথ সাভারের আমিনবাজার ও আশুলিয়া বাজার এলাকাসহ একাধিক স্থানে তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসিয়েছে পুলিশ। তল্লাশিচৌকিগুলোতে ঢাকামুখী যানবাহন, বিশেষ করে মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে।
তবে আজ ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কসহ সাভারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গণপরিবহন চলাচল স্বাভাবিক দেখা গেছে।
সরেজমিনে আমিনবাজারে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ।
সেখানে উপস্থিত আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) ফয়সাল আলম বলেন, 'জনগণের নিরাপত্তায় গত কয়েকদিন ধরেই নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। নাশকতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।'
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, 'কার্যক্রম নিষিদ্ধঘোষিত দলটির কর্মসূচি প্রতিহত করতে আশুলিয়া বাজার এলাকাসহ অন্তত চারটি স্থানে তল্লাশিচৌকি পরিচালনা করা হচ্ছে।'
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply