ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার): আজ শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন, এসবিপি এর প্রথম শাহাদাত বার্ষিকী। অকুতোভয় এই তরুণ সেনা কর্মকর্তা গত বছরের এই দিনে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ডাকাতি প্রতিরোধ অভিযানে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সাহসিকতার সঙ্গে অংশ নেন। একাই একাধিক ডাকাতকে পরাস্ত করতে তিনি বীরদর্পে লড়াই চালিয়ে যান এবং এক পর্যায়ে শত্রুর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মাত্র ২৩ বছর বয়সে শহীদ হন। এই আত্মত্যাগের জন্য তাঁকে মরণোত্তর সেনাবাহিনী পদকে (এসবিপি) ভূষিত করা হয়।
0 Comments
No Comment YetLeave A Reply