আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরম বিক্রি শুরু হয়, যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।সংরক্ষিত আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনতে মঙ্গলবার সকাল থেকে কর্মী-সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভিড় জমান নারী নেত্রীরা।পরে মনোনয়ন ফরম বিক্রি শুরু হলে একে একে লাইনে দাঁড়িয়ে সবাই মনোনয়ন ফরম কিনতে শুরু করেন।
কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে।
কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ফরম বিক্রির কার্যক্রম চলবে মঙ্গলবার সকাল ১০টা থেকে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ জয়ী হয় ২২৩টি আসনে, স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন ৬২টি আসনে, বিরোধী দল জাতীয় পার্টি জয়ী হয় ১১টি আসনে ও অন্যান্য দল পায় ৩টি আসন।
প্রতি ৬ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসনে মনোনয়ন দিতে পারে সংশ্লিষ্ট দল। সে হিসাবে আওয়ামী লীগ ৩৮টি সংরক্ষিত আসন পায় এবং স্বতন্ত্ররা পায় ১০টি আসন।
তবে স্বতন্ত্র সংসদ সদস্যরাও সংরক্ষিত আসনের মনোনয়নের দায়িত্ব আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়ায় আওয়ামী লীগ ৪৮টি সংরক্ষিত আসনে এবার মনোনয়ন দেবে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply