টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে স্ট্রোক করে মারা গেছেন এক স্কুল শিক্ষিকা।
টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে স্ট্রোক করে মারা গেছেন মোছা. রিনা আক্তার (৩৮) নামে এক স্কুল শিক্ষিকা। বুধবার (৩ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার অর্জুনা ইউনিয়নের উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে তার মৃত্যু হয়।
রিনা আক্তার শুশুয়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান বলেন, রিনা আক্তার শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন। এ সময় চেয়ার থেকে পড়ে অসুস্থ হন। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব পালনের কথা ছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন। পরে স্বজনরা তাকে বাসায় নিয়ে যান।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply