টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও মামলার সফল তদন্তে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ টাঙ্গাইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রী রামকৃষ্ণ দাস জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত সোমবার (১৯ মার্চ) টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এই সম্মাননা তুলে দেওয়া হয়। পুলিশ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও কর্মদক্ষতার ভিত্তিতে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
শ্রী রামকৃষ্ণ দাস গত ফেব্রুয়ারি মাসে টাঙ্গাইল সদর থানায় দায়িত্ব পালনকালে অসামান্য সাফল্য দেখিয়েছেন। তাঁর তত্ত্বাবধানে—
* ১১ জন নিখোঁজ ভিকটিম উদ্ধার
* ৬টি জিআর ওয়ারেন্ট নিষ্পত্তি
* ৯ জন মামলার আসামি গ্রেপ্তার
* ইয়াবা ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এসআই শ্রী রামকৃষ্ণ দাস নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার কৃতী সন্তান। তাঁর এই অনন্য সাফল্যে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ, অন্যান্য পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট মহল তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
তার এই অর্জন পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। টাঙ্গাইল জেলা পুলিশের এই ধরনের স্বীকৃতি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্যান্য সদস্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply