বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, এই সরকারকে নতুন যুগের নতুন ধারায় বিদায় নিতে হবে।
রোববার রাজধানীতে পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, এখন ১৯৬০ কিংবা ১৯৭০ সাল নয়; এখন ২০২৪ সাল। পৃথিবী বদলেছে, আন্দোলনের ধারাও পরিবর্তন হয়েছে।
বর্তমান সরকার নিয়ে মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ সরকার বলছে, ৭ জানুয়ারি তাদের বিজয় হয়েছে। বিজয় উৎসব হয়েছে।
তারা শপথ নিয়েছে, মন্ত্রিসভা গঠন করেছে। টেলিভিশনের নিউজের ভিডিওগুলো রিপ্লে করুন, দেখবেন কারও মুখে হাসি নেই। আমি একটি মানুষের মুখেও হাসি দেখতে পাইনি।’
জনগণ ঐক্যবদ্ধ হয়ে ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে বলে মঈন খান দাবি করেন।
তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, এটা স্বীকার করি। কিন্তু বিএনপির কথা ভুলে যান। আমরা হয়তো বাহ্যিকভাবে ঐক্যবদ্ধ হতে পারিনি।
কিন্তু বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ না থাকত, তাহলে তারা কীভাবে ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করল। তারা বাইরে দেখাতে পারেনি। কিন্তু অন্তরে ঐক্যবদ্ধ হয়েছে।’
যুক্তরাষ্ট্র প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশ নয় যে একজনের চোখের ইশারায় সব সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে।
বাইডেন প্রশাসনকে অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। বাইডেন সাহেব চোখের ইশারা দিলে সিদ্ধান্ত হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী বর্তমান শিক্ষাক্রমের সমালোচনা করেন।
তিনি বলেন, ‘আমাদের ইতিহাসকে ভুলিয়ে দিতে চায়। এ দেশের শিক্ষাক্ষেত্রে বিদেশি ভর এসেছে, আপনাদের চিন্তার কোনো প্রতিফলন হয় না।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী প্রমুখ।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply