৩৩ বছর বয়সী নেইমার বর্তমানে বাঁ হাঁটুর মেনিসকাস সমস্যায় ভুগছেন। বছরের শেষে তার আর্থ্রোস্কোপিক সার্জারি লাগতে পারে। দু'বছর আগে তার একই হাঁটুর এসিএল ও মেনিসকাস ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করতে হয়েছিল।
নেইমার সম্পর্কে আনচেলত্তি আরও বলেন, 'আমি মনে করি সে অসাধারণ প্রতিভা। দুর্ভাগ্য হলো চোট তাকে বারবার পিছিয়ে দিয়েছে। চোট–আঘাতের কারণে সে শারীরিকভাবে কখনোই পুরোপুরি ভালো অবস্থায় থাকতে পারেনি।'
বে এই চোটের মাঝেও নেইমার শুক্রবার সান্তোসের হয়ে মাঠে নামেন এবং গোলও করেন। স্পোর্টের বিপক্ষে সান্তোস ৩–০ গোলের জয়ে অবনমন অঞ্চলের বাইরে উঠে এসেছে। লিগে তার দলের আরও দুই ম্যাচ বাকি।
ম্যাচের পর নেইমার বলেন, 'আমি ধীরে ধীরে আরও ভালো অনুভব করছি। এই চোটটা দুঃখজনক, বিরক্তিকর। কিন্তু এমন কিছু নয় যা আমাকে থামিয়ে দেবে। তাই আমি খেলছি। এখন সান্তোসকে নিয়ে ভাবার সময়—দলকে প্রথম বিভাগে টিকিয়ে রাখাই লক্ষ্য। এরপর দেখা যাবে কী করি।'
এই বছর জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা নেইমার আগামী বছর তার চতুর্থ বিশ্বকাপে খেলতে চান।
0 Comments
No Comment YetLeave A Reply