জামাই মেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর এই সময়ে বাংলাদেশের গাজীপুর, সিলেট, জামালপুর, বগুড়াসহ বেশ কয়েক অঞ্চলে এই মেলার আয়োজন করা হয়। মূলত বিয়ের উৎসবকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়। এ ছাড়া এই সময় বড় মাছের সরবরাহ বেড়ে যায়। মেলা থেকে বড় বড় মাছ কিনে, সেই মাছ জামাইকে খাওয়ানো হয়।
বাংলার ঐতিহ্যবাহী এই মেলার আদলে এবার জামাই মেলার আয়োজন করছে দেশের স্বনামধন্য সুপারশপ ব্র্যান্ড স্বপ্ন। মূলত ক্রেতাসাধারণকে জামাই মেলা উৎসবের এই আনন্দের সঙ্গে পরিচয় করে দিতেই স্বপ্ন এই মেলার আয়োজন করেছে।
বড় আকারের রুই, কাতলা, চিতল, আইর, কোরাল, পাঙাশ ছাড়াও বেশ কিছু বড় মাছ পাওয়া যাবে এই মেলায়। দুই সপ্তাহব্যাপী এই মেলায় বড় আকারে প্রায় সব জাতের মাছের আয়োজন থাকবে স্বপ্নের ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়ার নির্দিষ্ট ৪৮টি আউটলেটে।
নদীর বড় বাঘাইর, আইর, বোয়াল, কাতলা, পাঙাশ, সামুদ্রিক টুনা, ম্যাকরেল ইত্যাদি মাছের সংগ্রহ থাকছে স্বপ্ন–তে। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, মিরপুরসহ স্বপ্ন–এর মোট ৪৮টি আউটলেটে ১৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply