দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শুরু হয়েছে।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার পরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শুরুতে সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী সূচনা বক্তব্য দেন।
বৈঠকে ৫৯ স্বতন্ত্র এমপি উপস্থিত আছেন বলেও জানা গেছে।
৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ আসনে বিজয়ী হয় স্বতন্ত্র এমপি। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ১১টি আসনে বিজয়ী হওয়ায় স্বতন্ত্রদের জোট থেকে বিরোধী দলের আসনে বসার সুযোগ ছিল।
স্বতন্ত্রদের তিনজন ছাড়া সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বিরোধী দলের আসনে বসতে অপারগতা প্রকাশ করেন তাঁরা।
প্রতি ছয়জন স্বতন্ত্র এমপির সমর্থনে একজন সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচনের সুযোগ থাকায় নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে তাঁরা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই তা নির্ধারণ করার কথা জানায়।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply