টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষে মাওলানা জুবায়েরের অনুসারী তিনজন নিহতের ঘটনার মামলার ৯ নম্বর আসামি সাদপন্থি নেতা শফিউল্লাহকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৯টায় শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।
শফিউল্লাহর বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী এলাকায়। শফিউল্লাহ রাজধানীর মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থিদের নেতা।
পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে শফিউল্লাহকে রাত সোয়া ৯টায় গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম তাকে গ্রেপ্তার করে টঙ্গী নিয়ে আসে।
মামলার বাদী পক্ষ তাবলীগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ‘শফিউল্লাহ আমাদের মামলার ৯ নম্বর আসামি। তাকে গ্রেপ্তার করে শরিয়তপুর থেকে টঙ্গীতে আনা হচ্ছে।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামি শফিল্লাহকে শরিয়তপুর থেকে গ্রেপ্তার করেছি। তাকে আমাদের টিম টঙ্গী নিয়ে আসছে।’
এ মামলার আসামি মুয়াজ বিন নূর ও জিয়া বিন কাসেম ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
Share On:
103 Comments
wnoaOMxMLEPGcI
January 17, 2025 at 12:07pmwnoaOMxMLEPGcI
January 17, 2025 at 12:08pmxVzjpvAgEzHbUvD
January 18, 2025 at 4:01pmxVzjpvAgEzHbUvD
January 18, 2025 at 4:01pmkMMHhExnmgmHKw
January 20, 2025 at 10:07amkMMHhExnmgmHKw
January 20, 2025 at 10:07amZpJmJKjJI
January 21, 2025 at 12:18pmZpJmJKjJI
January 21, 2025 at 12:18pmcSMvxRCNUwp
January 23, 2025 at 6:39amcSMvxRCNUwp
January 23, 2025 at 6:39amLeave A Reply