গণসংযোগকালে এ্যাড. রাহাত স্থানীয় জনগণের সমস্যা শুনে সমাধানের প্রতিশ্রুতি দেন এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সবাইকে অবগত করেন।
টাঙ্গাইলের (৬) দেলদুয়ার ও নাগরপুর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ্যাডভোকেট সরোয়ার কাউসার রাহাতের গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে।দেলদুয়ার উপজেলা ছিলিমপুর, এলাসিন, বারো পাকিয়া, পাথরাইল, এ গণসংযোগ করেন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, "জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা যুবদলের সাবেক নেতা ও বর্তমান বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান। এছাড়া, এলাসিন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তার এই গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে এ্যাড. রাহাত স্থানীয় জনগণের সমস্যা শুনে সমাধানের প্রতিশ্রুতি দেন এবং বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সবাইকে অবগত করেন। তিনি বলেন, "এই দেশ গঠনে বিএনপি বরাবরই, দল যদি আমাকে মনোনয়ন নাও দেও দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আমি কাজ করব, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ে আমরা সর্বদা প্রস্তুত।"
এলাকাবাসীর উষ্ণ অভ্যর্থনায় নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে ওঠেন। তারা বলেন, সরোয়ার কাউসার রাহাতের মতো ত্যাগী নেতা দলের জন্য আশার আলো হয়ে উঠেছেন।
এ্যাডভোকেট রাহাতের এই আজকে সারা দিন যে সকল নেতাকর্মী তার সাথে ছিলেন তাদের ধন্যবাদ জানান, এবং কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।
Share On:
154 Comments
bJMiFhchQmxh
May 29, 2025 at 4:10ambJMiFhchQmxh
May 29, 2025 at 4:10amFjlKoWLqIJHal
May 29, 2025 at 1:22pmFjlKoWLqIJHal
May 29, 2025 at 1:22pmtQqWiOfvJ
May 30, 2025 at 11:10amtQqWiOfvJ
May 30, 2025 at 11:10amVRbkTyhZBs
May 31, 2025 at 12:37amVRbkTyhZBs
May 31, 2025 at 12:37amWxPJIAYfxMSpv
June 01, 2025 at 1:25amWxPJIAYfxMSpv
June 01, 2025 at 1:25amLeave A Reply