টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুইজবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লিলি আক্তার (৪০) মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান উত্তমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লিলি আক্তার গতকাল রাতে আনিসুর রহমানের মালিকানাধীন বেকারি কারখানায় কাজের খোঁজ নিতে গেলে সেখানে মুখে গামছা বাঁধা সন্ত্রাসীরা ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা মেহেদী হাসান হাসপাতালে সাংবাদিকদের জানান, ঘটনার সময় তার চাচা বেকারিতে ছিলেন না। তাদের সন্দেহ, আনিসকে মারতে এসে তাকে না পেয়ে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে।বিএনপি নেতা আনিসুর রহমান জানান, ঘটনার সময় বৃষ্টির কারণে বেকারিতে না যেতে পেরে তিনি বাজারে ছিলেন। তিনি বুঝতে পারছেন না কে বা কারা কেন তার স্ত্রীকে এভাবে হত্যা করতে পারে।
দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, খবর পেয়ে রাতেই তিনি টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply