টাঙ্গাইলে জেলার সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী টাঙ্গাইল-১(মধুপুর- ধনবাড়ি) আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল -৪( কালিহাতী ) আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল-২ ( গোপালপুর - ভূঞাপুর ) আসনের মাননীয় সংসদ সদস্য ছোট মনির,টাঙ্গাইল -৩ (ঘাটাইল) আসনের মাননীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, টাঙ্গাইল -৭ (মির্জাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যানগন, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply