টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তানভীর হোসেন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে তানভীরের এক বন্ধু। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঘাটাইল উপজেলার পেচারআটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর হোসেন জেলার সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামের সৌদি আরব প্রবাসী আবু বক্কর সিদ্দিকের ছেলে। আহত ব্যক্তি ফেরদৌস একই উপজেলার সুরীরচালা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা। তিনি জানান, দুর্ঘটনাস্থল ঘাটাইল থানার আওতাধীন হওয়ায় এ বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি।
পরিবার ও স্থানীয়রা জানায়, তানভীর গতকাল মঙ্গলবার বিকেলে নিজের মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে মোবাইল ফোনে খবর আসে তানভীর ঘাটাইলের পেচারআটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে এলেঙ্গা নামক স্থানে তাঁর মৃত্যু হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তানভীরের লাশ রয়েছে বলে জানান তার নানা আবুল কাশেম। তিনি বলেন, মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।
তানভীরের বড় বোন বর্ষা আক্তার জানান, অনেকবার বলার পর আমার ভাইকে মোটরসাইকেল কিনে দিয়েছিলাম, সেই মোটরসাইকেলই ভাইয়ের প্রাণ কেড়ে নিল। মানতে পারছি না ভাই আমার আর কোনো দিন আমার বাড়ি যাবে না।
Share On:
159 Comments
VmRHZFaEyw
November 22, 2024 at 4:00pmVmRHZFaEyw
November 22, 2024 at 4:00pmODipMptrc
November 25, 2024 at 4:48amODipMptrc
November 25, 2024 at 4:48amkiqriKXqhkvnV
November 26, 2024 at 2:36amkiqriKXqhkvnV
November 26, 2024 at 2:36amhxDkOrQUkU
November 27, 2024 at 1:16amhxDkOrQUkU
November 27, 2024 at 1:16amFifpYfzTiTX
November 27, 2024 at 10:51pmQlLLPehAF
November 28, 2024 at 9:08pmLeave A Reply