টাঙ্গাইল মেডিকেল কলেজের চত্বরে অবস্থিত ম্যাটসের হোস্টেল থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইল মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) হোস্টেলে এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ।
বুধবার (৯ জুলাই) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থিত ম্যাটসের হোস্টেল থেকে এই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।
নিহত ছাত্রীর নাম নিশাদ সাদিয়া তুন্না (২১)। সে কুড়িগ্রাম জেলার ফুলকুমার গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে। নিশাত টাঙ্গাইল ম্যাটসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ব্যাপারে টাঙ্গাইল ম্যাটসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সানজিদা আক্তার জানান, নিশাত ও তার এক সহপাঠী হোস্টেলের একটি রুমে থাকতেন। মঙ্গলবার রাতে তিনি অন্য রুমে একা থাকার জন্য চলে যান। বুধবার সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে নিশাতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। সে ম্যাটসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, খবর পেয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিশাতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এসময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Share On:
18 Comments
ESjrQAnwtfBPQQy
August 23, 2025 at 2:49amESjrQAnwtfBPQQy
August 23, 2025 at 2:49amahgckFbcRUK
September 15, 2025 at 4:55pmahgckFbcRUK
September 15, 2025 at 4:55pmzttvVqHCJb
September 16, 2025 at 5:19pmzttvVqHCJb
September 16, 2025 at 5:19pmwnhOSGBKXpTt
September 17, 2025 at 9:01amwnhOSGBKXpTt
September 17, 2025 at 9:01amqdxrHDDpew
September 18, 2025 at 1:06amqdxrHDDpew
September 18, 2025 at 1:06amLeave A Reply