টাঙ্গাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলীম (৫০) নামে এক কিন্ডারগার্টেনের শিক্ষক নিহত হয়েছেন। এতে আরও কয়েকজন আহত হন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রসুলপু্র এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষক আব্দুল আলীম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চর এলাকার আব্দুল কদ্দুসের ছেলে। বর্তমান ভূঞাপুর পৌরসভার ঘান্টান্দী নতুনপাড়ার বাসিন্দা। তিনি ভূঞাপুর পৌর শহরের প্রভাতী কিন্ডারগার্টেনের পরিচালক।
কিন্ডারগার্টেনের শিক্ষক মাহমুদুল হাসান ও শফিউর রহমান জানান, সকালে টাঙ্গাইল শহরের তার নিজ বাসা থেকে ভূঞাপুরে কর্মস্থলে আসার জন্য টাঙ্গাইল থেকে সিএনজিযোগে রওনা হন। পথিমধ্যে রসুলপুর এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রচুর রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলে মারা যায়।
এ ঘটনায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের (এএসআই) আলমগীর সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, শিক্ষক আব্দুল আলীমের গ্রামের বাড়ী জেলার ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর চরাঞ্চলেও হলেও তিনি প্রায় ২০ বছর ধরে স্বপরিবার নিয়ে ভূঞাপুর পৌর শহরের ঘান্টান্দী নতুনপাড়া বসবাস করে আসছেন।
97 Comments
icpRmCVnt
November 15, 2024 at 2:33amMpJhUSXhmage
November 15, 2024 at 10:34pmMpJhUSXhmage
November 15, 2024 at 10:34pmEjAllhyvemOXGc
November 16, 2024 at 7:23pmEjAllhyvemOXGc
November 16, 2024 at 7:23pmraQStpRHYcYQtjZ
November 18, 2024 at 3:29amraQStpRHYcYQtjZ
November 18, 2024 at 3:29amWoxcFyrTs
November 22, 2024 at 4:00pmWoxcFyrTs
November 22, 2024 at 4:00pmcQZWfcwkL
November 25, 2024 at 4:48amLeave A Reply