পরিবহনের বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমি বলেন, ‘তারেক রহমানের আগমন উপলক্ষে পটুয়াখালী জেলা যুবদলের পক্ষ থেকে সুন্দরবন-৯ লঞ্চটি রিজার্ভ করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৫টায় পটুয়াখালী লঞ্চঘাট থেকে লঞ্চটি ঢাকার কাঞ্চন ব্রিজের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমাদের প্রাণের নেতা তারেক রহমানকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত রয়েছি।’
এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পটুয়াখালী জেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এরই অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা ছাত্রদল ও যুবদলের উদ্যোগে শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সভায় জেলা বিএনপির সাবেক সদস্য মো. মিজানুর রহমান ও পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 Comments
No Comment YetLeave A Reply