প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে উগান্ডা। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে হেরেছে বড় ব্যবধানে। এরপর অবশ্য পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয় পেয়েছে দলটি। তবে এবার ফের হেরে বসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে গুটিয়ে গেছে মাত্র ৩৯ রানে। আর তাতেই গড়ে ফেলেছে বিশ্বকাপে সবচেয়ে কম রানে আলআউট হওয়ার লজ্জার রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজ জয় তুলেছে ১৩৪ রানের বিশাল ব্যবধানে।
এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে সমান রানে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের ব্যবধানে এটি দ্বিতীয় বড় জয়। প্রথমে আছে ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলংকার ১৭২ রানের জয়টি।
রোববার প্রভিডেন্সে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান করে স্বাগতিকরা। ওই রান তাড়া করতে গিয়ে ১২ ওভারে স্রেফ ৩৯ রানে অলআউট হয়ে গেছে উগান্ডা।
এর আগে, টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪১ রান পায় ওয়েস্ট ইন্ডিজ। দলটির হয়ে ৮ বলে ১৩ রান করা ব্রেন্ডন কিংকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রমজানি। তিন নম্বরে খেলতে নামা নিকোলাস পুরান ফেরেন ব্রায়ান মাসাবার বলে তার হাতেই ক্যাচ দিয়ে। কোনো ব্যাটারই ব্যক্তিগত সংগ্রহ বড় করতে না পারলেও ছোট ছোট জুটিতে এগিয়ে যেতে থাকে ক্যারিবীয়রা। দলটির পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে ওপেনার জনাথন চার্লসের ব্যাটে।
উগান্ডার হয়ে ৪ ওভারে ৩১ রান দিয়ে দুই উইকেট নেন ব্রায়ান মাসাবা।
Share On:
4 Comments
piyKVBvVSOkF
November 10, 2024 at 3:35ampiyKVBvVSOkF
November 10, 2024 at 3:35amqYeOckXWXDAm
November 12, 2024 at 9:07amqYeOckXWXDAm
November 12, 2024 at 9:07amLeave A Reply