যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সতর্ক করে বলেছেন, রাশিয়া ও চীনের ‘নিবিড় বন্ধুত্ব’ পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।
রুটে বলেন, “বর্তমানে ইউক্রেনে যা ঘটছে, অদূর ভবিষ্যতে তাইওয়ানেও সেরকম কিছু ঘটতে পারে। চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এবং যদি পশ্চিমা বিশ্ব এই বাস্তবতা উপলব্ধি না করে, তাহলে এক ভয়াবহ বৈশ্বিক যুদ্ধের ঝুঁকি তৈরি হবে— যার পরিণতি হবে গত শতকের দুই বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ।”
এমন মন্তব্য এমন সময় এল, যখন ন্যাটো তাদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে।
ন্যাটো মহাসচিবের এই সতর্কবার্তা পুরোপুরি অমূলক নয়। সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র প্রধান কাজা কালাসের সঙ্গে বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, “চীন কখনও রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে পরাজিত হতে দেবে না।” তাঁর ব্যাখ্যা, রাশিয়া হেরে গেলে যুক্তরাষ্ট্রের দৃষ্টি চলে যাবে চীন ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে, যা বিশ্বজুড়ে সংঘাত ও উত্তেজনা আরও বাড়াবে।
রুটে বলেন, ইউরোপের অনেক দেশ ইতোমধ্যেই প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে। তবে সংঘাত এড়াতে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি স্বীকার করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে হাঙ্গেরি ও তুরস্কের মতো কিছু সদস্য রাষ্ট্রের অবস্থান ভিন্ন। তারা রাশিয়ার বিরুদ্ধে এখনো কোনো নিষেধাজ্ঞা নেয়নি। তবে এ বিষয়টি ন্যাটোর ভাঙনের ইঙ্গিত দেয় না বরং মতপার্থক্য সত্ত্বেও জোটটি এখনও সজীব ও কার্যকর বলেই মনে করেন রুটে।
“যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী। কোনো বিপর্যয়ের মুখে ন্যাটো তার নেতৃত্বে দ্রুত ঐক্যবদ্ধ হতে পারবে,” বলে জানিয়েছেন।
Share On:
142 Comments
pKZwiuqgMz
July 10, 2025 at 7:35pmpKZwiuqgMz
July 10, 2025 at 7:35pmhydouPBGBzmSV
July 11, 2025 at 7:03pmhydouPBGBzmSV
July 11, 2025 at 7:03pmVcGsEETnilFFZ
July 12, 2025 at 10:40pmVcGsEETnilFFZ
July 12, 2025 at 10:40pmWueiiZkThTAPo
July 12, 2025 at 11:35pmWueiiZkThTAPo
July 12, 2025 at 11:35pmbEIXxzefs
July 13, 2025 at 4:45ambEIXxzefs
July 13, 2025 at 4:45amLeave A Reply