প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মুন্সিগঞ্জের গজারিয়ায় ভোটকেন্দ্রের বাইরে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে এক পুলিশ সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে। ছবি তুলতে গেলে সাংবাদিককে মারধর করা হয়।
আজ বুধবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার হোসেন্দি ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক গোলজার হোসেন মানবজমিনের মুন্সিগঞ্জ প্রতিনিধি, তিনি মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের বাইরে আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল হকের সমর্থক মনিরুল হক মিঠু তার লোকজন নিয়ে জড়ো হচ্ছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কায় কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. সোহেল সবাইকে সরে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হালা চালান মিঠু ও তাঁর লোকজন। পাশ থেকে ছবি ও ভিডিও করছিলেন সাংবাদিক। পরে ওই পুলিশকে রেখে ফোন ছিনিয়ে নিয়ে সাংবাদিককে মারধর করতে থাকেন মিঠু ও তার লোকজন। পরে অন্য সাংবাদিকরা এসে তাঁকে উদ্ধার করেন।
এ বিষয়ে গোলজার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভোটকেন্দ্রের পাশে পুলিশকে টেনে হিঁচড়ে নিয়ে মারধর করছিলেন হোসেন্দি ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠু ও তাঁর লোকজন। তিনি ছবি তুলতে গেলে চেয়ারম্যান ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ফোন কেড়ে নিয়ে মারধর করে আহত করে। ওই কেন্দ্রের ভেতরে থাকা অন্তত সত সাংবাদিককে অবরুদ্ধ করে রাখা হয়।
ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও নির্বাচনী কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply