বছরের প্রথম ব্লকবাস্টারের অপেক্ষায় বলিউড।
গত ২৫ জানুয়ারি, অর্থাৎ ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাওয়া হৃতিক-দীপিকার ‘ফাইটার’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে। বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, তিন দিন শেষে সিনেমাটির আয় ৯০ কোটি রুপি ছাড়িয়েছে।সাকনিল্ক জানিয়েছে, তৃতীয় দিনে ‘ফাইটার’ সিনেমার আয় আনুমানিক ২৮ কোটি রুপি। প্রথম দিনে এই সিনেমা আয় করে ২২ কোটি ৫ লাখ রুপি। তবে পজিটিভ রেসপন্সের কারণে দ্বিতীয় দিনে, অর্থাৎ ২৬ জানুয়ারি আয় বাড়ে এক ধাক্কায় অনেকখানি। ৩৯ কোটি ৫ লাখ রুপি ঘরে তোলে এই সিনেমা।বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা জানিয়েছেন, এই আয় ধরে রাখতে সক্ষম হবে ফাইটার।
আজ রোববার সপ্তাহের ছুটির দিনে আয় অন্তত ৩০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। বিশ্লেষকেরা আরাও জানিয়েছেন, মুক্তির পরের চার দিন মিলিয়ে ১২০ কোটি রুপি হবে বলেই তাদের বিশ্বাস।
এদিকে, দর্শকদের উন্মাদনার মধ্যে ‘বিতর্কিত বিষয়বস্তু’র কারণে মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হয়েছে ‘ফাইটার’।
পাকিস্তানের অনেক তারকা ফাইটার নিয়ে তর্কে জড়িয়েছেন। এমনকি, ভারতের মধ্যে অনেকেই এটিকে ‘বিজেপির ভোট নীতি’র অংশ হিসেবে দাগিয়েছেন।
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’ সিনেমায় হৃতিক-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়।
‘ফাইটার’-এ স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন।
স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায় দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। অনিল কাপুর গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকির ভূমিকায়।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply