সিলেটে একের পর এক প্রাণ কাড়ছে বজ্রপাত, জনমনে আতঙ্ক
সিলেটে করোনাকালে জনমনে উদ্বেগ-আতঙ্ক ছিল- কোনদিন কতজন মারা গেলেন এই প্রাণঘাতি ভাই ভাইরাসে। এখন করোনা নেই, সেই ভয়ও নেই। তবে আছে অন্য আতঙ্ক। ঘর থেকে হলেই যদি আকাশ থেকে ছুটে আসেন মৃত্যুদূত! বাড়ির উঠোনেই তো সেই ‘মৃত্যুদূত’ কাড়ছেন কারো প্রাণ।