দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২০ টাকা
দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২০ টাকা করে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু এবং দেশীয় পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সরবরাহের এমন ধারা অব্যাহত থাকলে দাম আরো নিম্নমুখী হবে আশা করছেন তারা। গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, দুদিন আগে প্রতি কেজি পেঁয়াজ ৬০-৬৫ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৪০-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে।