করছাড়ে আরও কঠোর আইএমএফ
আসছে বাজেটে আইসিটি খাত, রপ্তানিমুখী পোশাক ও চামড়াশিল্প, এলপিজি ও মোবাইল ফোনশিল্পের করছাড় তুলে দিতে কঠোর অবস্থানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একই সঙ্গে সংস্থাটি কোনো ব্যবসায় বার্ষিক ৩ কোটি টাকার বেশি টার্নওভার হলে ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপেরও প্রস্তাব দিয়েছে।