টাঙ্গাইলে পুংলি নদীর পাড় কেটে অবৈধভাবে মাটি বিক্রি
টাংগাইল সদর উপজেলার বড় বাসালিয়া গ্রামে রাতের আঁধারে পুংলি নদীর পাড় কেটে মাটি বিক্রি করছে উজ্জল নামের এক মাটি ব্যবসায়ী। মাটি ব্যবসায়ী উজ্জল কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামের বিএনপি নেতা হালিম ডিলারের ভাতিজা। উজ্জল শুধু মাটি ব্যবসায়ী নয়,চুরি- ছিনতাই ও ডাকাতিসহ অবর্ধ ডজন মামলা রয়েছে তার বিরুদ্ধে। নদীর পাড় কাটায় হুমকির মুখে পড়েছে শতাধিক সনাতন ধর্মালম্বীদের বসত বাড়ি ও মন্দির।