স্থায়ী দোকানের মাধ্যমে মধ্যবিত্তদের টিসিবির পণ্য দেয়ার পরিকল্পনা
আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের পাশাপাশি মধ্যবিত্তদের হাতে তুলে দিতে চান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। গতকাল চলতি বছরের জুন মাসের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।