বলিউড অভিনেতা শাহরুখ খানকে সম্প্রতি খুনের হুমকি দেয়া হয়েছে। মুম্বাই পুলিশের ল্যান্ডলাইনে ফোন দিয়ে বলা হয় ৫০ লাখ রুপি না দিলে হত্যা করা হবে কিং খানকে। এই ঘটনায় তদন্তে নামে মুম্বাই পুলিশ। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায় তদন্তে নেমেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে তারা। জানা গেছে, এই ঘটনায় যে ফোনটি থেকে শাহরুখকে হুমকি দেয়া হয়েছে সেই ফোনটি একজন আইনজীবীর। ওই ব্যক্তির নাম ফাইজান, তিনি ভারতের রায়পুরের বাসিন্দা।
সেই আইনজীবীকে পুলিশ জেরা করলে তিনি এ ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে জানান। ওই আইনজীবী জানিয়েছেন, এই ঘটনার বেশ কিছুদিন আগেই তার ফোন চুরি হয়ে গেছে। ফলে তার ফোন ব্যবহার করে কে কী করেছে সেটা নিয়ে একেবারেও জানেন না।
তবে পুলিশকে ওই আইনজীবী জানিয়েছেন, শাহরুখ খানের ‘আঞ্জাম’ সিনেমাতে হরিণ শিকার নিয়ে একটি আপত্তিকর সংলাপ ছিল। সেই সংলাপেরও প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। আর এই বিষয়টা পুলিশকে ভাবাচ্ছে। সালমানের খুনের হুমকিদাতার সঙ্গে এই ঘটনার যোগসূত্র আছে কিনা সেটারও তদন্ত চলছে।
Share On:
69 Comments
RRjtBuGGHCy
November 25, 2024 at 4:49amRRjtBuGGHCy
November 25, 2024 at 4:49amMCELOBRKXsBRirC
November 26, 2024 at 2:38amMCELOBRKXsBRirC
November 26, 2024 at 2:38amFeykUQOR
November 27, 2024 at 10:53pmFeykUQOR
November 27, 2024 at 10:53pmIlRFoKaCciG
November 28, 2024 at 9:09pmIlRFoKaCciG
November 28, 2024 at 9:10pmqVLDvSXlkDu
November 30, 2024 at 11:50amqVLDvSXlkDu
November 30, 2024 at 11:50amLeave A Reply