প্রতিবেদনে বলা হয়, রাজকীয় আমলের পতাকাটি প্রায়শই বিদেশে ইরানিরা ইসলামী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ব্যবহার করেন। দূতাবাস পরে পতাকাটি পুনরুদ্ধার করে। এক্সে পোস্ট করা হয়, ‘ইরানের পতাকা উঁচুতে উড়ছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আধা-সরকারি আইআরএনএ নিউজ এজেন্সি জানিয়েছে, ‘লন্ডনে ইরানি দূতাবাসে ইরানের পতাকা সরিয়ে অসম্মান করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক আলিরেজা ইউসেফি ব্রিটিশ কূটনীতিকের কাছে ‘কঠোর প্রতিবাদ’ জানিয়েছেন।
এদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর অস্বীকার করেছে যে, রাষ্ট্রদূত হুগো শর্টারকে আনুষ্ঠানিকভাবে তলব করা হয়েছে। আইটিভি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, তিনি কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘একটি বৈঠক’ করেছিলেন।
ইরানে বিক্ষোভ শুরু হয় ২৮ ডিসেম্বর। জাতীয় মুদ্রার পতনের পর, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তীব্রভাবে বৃদ্ধি পায়। বিক্ষোভ দ্রুত দাঙ্গা এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে রূপ নেয়, যার ফলে শত শত লোক নিহত হয় বলে জানা গেছে।
সূত্র: আরটি
0 Comments
No Comment YetLeave A Reply