যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা ও সিনেট মাইনোরিটি লিডার সিনেটর চাক শুমারের অফিসের সম্মাননা পেয়েছেন বাংলাদেশি সাংবাদিক এহসান জুয়েল (মো. এহসান উদ্দিন)। নিউ ইয়র্কে নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাবের ৩০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস উইম্যান গ্রেসি ম্যাঙ, নিউ ইয়র্ক স্টেট সিনেটর লিরয় কমরি, অ্যাসেম্বলিওম্যান জেসিকা গঞ্জালেস, অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা, কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, সিটি কাউন্সিল মেম্বার লিন্ডা লি-সহ উপস্থিত অতিথিরা জনসেবা ও নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় সাংবাদিক এহসান জুয়েলের হাতে এ সম্মাননা তুলে দেন।
সাংবাদিক মো. এহসান উদ্দিন নিউ ইয়র্কে আমেরিকার বাংলাদেশি টেলিভিশন টিবিএন-২৪ নিউজ নেটওয়ার্ক এর অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে দায়িত্বরত আছেন। তিনি বাংলাদেশের সময় টেলিভিশন, এখন টেলিভিশনেও বিশেষ প্রতিনিধি ও অ্যাসাইনমেন্ট ইনচার্জের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি এনটিভি, আরটিভি, দৈনিক জনকন্ঠ, সাপ্তাহিক ২০০০ এর রিপোর্টার ছিলেন।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে দেশ ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় সাংবাদিক এহসান জুয়েলের পাশাপাশি বেশ কয়েকজন দেশি-বিদেশি বিশিষ্টজনের হাতেও সম্মাননা তুলে দেয়া হয়। সম্মাননা প্রাপ্ত অন্যরা হলেন- নিউ ইয়র্ক স্টেটের নির্বাচিত অ্যাসেম্বলিওম্যান জেসিকা গঞ্জালেস, নিউ ইয়র্ক সিটির নির্বাচিত পাবলিক এডভোকেট জুমানে উইলিয়ামস, নিউ জার্সির কাউন্সিলওম্যান শিপা উদ্দিন, সমাজউন্নয়ন কর্মী সেলিনা শারমিন।
আরও হলেন বাংলাদেশি আমেরিকান সোসাইটির জেনারেল সেক্রেটারি আমিন মেহেদি, সিনিয়র সাংবাদিক মো এহসান উদ্দিন, বাংলাদেশি আমেরিকান এডভোকেসি গ্রুপের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন, বেসরকারি উন্নয়ন সংস্থা আসো এর প্রতিষ্ঠাতা রুবাইয়া রহমান, মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, উদ্যোক্তা মীয়া বাশার, তরুণ উদ্যোক্তা দুলাল বেহেদু,কমিউনিটি এক্টিভিস্ট জাহাঙ্গীর আলম। তাদের হাতে তুলে দেয়া হয় সিনেট মাইনোরিটি লিডার ও ডেমোক্রেটিক শীর্ষ নেতা সিনেটর চাক শুমারের প্রোক্লেমেশান।
তারা হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর ও ডেমোক্রেটিক লিডার-এট-লার্জ এটর্নি মঈন চৌধুরী, ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার দীলীপ নাথ, অ্যাল্যায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার এর সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মেসবাহউদ্দিন, বর্ষীয়ান সাংবাদিক ও সম্পাদক সৈয়দ মোহাম্মদউল্লাহ, বাংলাদেশি অ্যামেরিকান রিপাবলিকান অ্যালায়েন্সের প্রেসিডেন্ট নাসির খান পল।
যুক্তরাষ্ট্রের মূল ধারার রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা নিশ্চিত করতে শুরু থেকে যে কয়টি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে তাদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব। এর ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা তাদরে বক্তব্য তুলে ধরেন।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply