ঝরঝরে ইংরেজিতে কথা বলছেন লিওনেল মেসি, এমনটা শুনলে কী সত্যি সত্যি অবাক হবেন? হওয়ারই কথা। মেসি তো আর ঝরঝরে ইংরেজিতে কথা বলতে পারেন.....
ঝরঝরে ইংরেজিতে কথা বলছেন লিওনেল মেসি, এমনটা শুনলে কী সত্যি সত্যি অবাক হবেন? হওয়ারই কথা। মেসি তো আর ঝরঝরে ইংরেজিতে কথা বলতে পারেন না। তিনি কথা বলেন হয়তো স্প্যানিশ কিংবা বার্সেলোনার স্থানীয় কাতালান ভাষায়। এটা সবাই জানে।
কিন্তু ভক্তরা কখনও যদি শোনেন, মেসি ঝরঝরে ইংরেজিতে কথা বলছেন তাহলে তারা অবাকই হবেন। তবে, প্রযুক্তির উৎকর্ষতার যুগে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই) দিয়ে সব কিছুর বিকল্প তৈরি করে নেয়া যাচ্ছে, তখন মেসি পারফেক্ট ইংরেজিতে কথা বললে, কেমন শোনা যাবে তা পরীক্ষা করতে কেউ কেউ তো কৌতুহলী হতেই পারেন।
ঝরঝরে ইংরেজিতে কথা বলছেন লিওনেল মেসি, এমনটা শুনলে কী সত্যি সত্যি অবাক হবেন? হওয়ারই কথা। মেসি তো আর ঝরঝরে ইংরেজিতে কথা বলতে পারেন না। তিনি কথা বলেন হয়তো স্প্যানিশ কিংবা বার্সেলোনার স্থানীয় কাতালান ভাষায়। এটা সবাই জানে।
কিন্তু ভক্তরা কখনও যদি শোনেন, মেসি ঝরঝরে ইংরেজিতে কথা বলছেন তাহলে তারা অবাকই হবেন। তবে, প্রযুক্তির উৎকর্ষতার যুগে, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই) দিয়ে সব কিছুর বিকল্প তৈরি করে নেয়া যাচ্ছে, তখন মেসি পারফেক্ট ইংরেজিতে কথা বললে, কেমন শোনা যাবে তা পরীক্ষা করতে কেউ কেউ তো কৌতুহলী হতেই পারেন।
Share On:
4 Comments
AhDCnVFPfbowk
October 30, 2024 at 8:03pmAhDCnVFPfbowk
October 30, 2024 at 8:03pmZrzAdQvATjBnFs
November 15, 2024 at 10:35pmZrzAdQvATjBnFs
November 15, 2024 at 10:35pmLeave A Reply