৪. পরী পাইছি রে: চলতি বছরও বেশ কিছু গান নিয়ে আলোচনায় ছিলেন সংগীতশিল্পী সৈয়দ অমি। চলতি বছরের ২ জানুয়ারি মুক্তি পায় তার গান ‘পরী পাইছি রে’। গানটির মিউজিক ভিডিও ইউটিউব ট্রেন্ডিংয়ে ১ নম্বরে ছিল দুই সপ্তাহের বেশি। টিকটক ও ফেসবুক রিলসে গানটি ছিল ট্রেন্ডিংয়ে। সালাহউদ্দিন সাগরের লেখা গানটির সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। সংগীত পরিচালনার পাশাপাশি গানটির মিউজিক ভিডিওর নির্দেশনাও দিয়েছেন সৈয়দ অমি। গানটির ভিউ ১ কোটি ৭২ লাখ পেরিয়েছে।
৫. কিছু মানুষ মরে যায় পঁচিশে: ‘কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে/ তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে’—সাইফ জোহানের গানটি প্রশংসা কুড়িয়েছে। গানটির গীতিকার-সুরকারও তিনি। গানটির মিউজিক ভিডিও আসেনি, তবে লিরিক্যাল ভিডিওটিও তরুণদের মধ্যে সাড়া ফেলে। এটিও টিকটক থেকে ফেসবুক রিলস—সবখানেই ট্রেন্ডিংয়ে ছিল। সাইফ জোহানের ইউটিউব চ্যানেলে ১৮ জুলাই মুক্তি পাওয়া গানটির ভিউ ছাড়িয়েছে ২ কোটি।
0 Comments
No Comment YetLeave A Reply