সুইসাইড নোট লিখে আত্মহত্যা করলেন দক্ষিণী অভিনেত্রী নন্দিনী সিএম। কন্নড় ও তামিল টিভি শো ও সিরিয়ালের পরিচিত মুখ ছিলেন তিনি।
পুলিশ ধারণা করছে, নন্দিনী আত্মহত্যা করেছে ২৮ ডিসেম্বর রাত ১১:১৬ থেকে ২৯ ডিসেম্বর রাত ১২:৩০ এর মধ্যে। এদিকে অভিনেত্রীর সহকর্মীরা বলছেন, ২৮ ডিসেম্বর সকালে শুটিংয়ে বেশ স্বাভাবিকই ছিলেন অভিনেত্রী। একটি মৃত্যুর দৃশ্যে অভিনয় করেছিলেন।
এদিকে পুলিশ বাসা থেকে নন্দিনীর মরদেহ উদ্ধারের সময় একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে। ওই সুইসাইড নোটে অভিনেত্রী তার মৃত্যুর জন্য বাবা-মাকে দায়ী করেছেন। সুইসাইড নোট থেকে জানা যায়, বিয়ের জন্য চাপ দেয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন ২৬ বছর বয়সী নন্দিনী।
পুলিশ এ ঘটনায় ২০২৩ এর ১৯৪ ধারার অধীনে একটি অস্বাভাবিক মৃত্যুর প্রতিবেদন (ইউডিআর নং ৭৬/২০২৫) নথিভুক্ত করেছে। অভিনেত্রী নন্দিনীর আত্মহত্যার স্পষ্ট কারণ জানতে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ভারতীয় টিভি পর্দার কন্নড় ও তামিল ভাষার বিভিন্ন শো ও সিরিয়ালের পরিচিত মুখ ছিলেন নন্দিনী। তার অভিনীত ‘সংঘর্ষ’, ‘মধুমাগালু’, ‘নিনাদে না’-তে অভিনয় করে দর্শকপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply