তিনদিনের ছুটি কাটিয়ে দুবাই হয়ে কলম্বো ফিরে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম মুঠোফোনে কলম্বো....
তিনদিনের ছুটি কাটিয়ে দুবাই হয়ে কলম্বো ফিরে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম মুঠোফোনে কলম্বো থেকে জাগো নিউাজকে নিশ্চিত করেছেন যে, বুধবার কলম্বো পৌঁছে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় জাতীয় দলের অনুশীলনেও যোগ দিয়েছেন টাইগার ক্যাপ্টে।
কিন্তু সদ্য দ্বিতীয় সন্তান প্রসবের পর স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় কলম্বো ফিরতে পারেননি মুশফিকুর রহিম। ঢাকায়ই থেকে গেছেন এবং বিসিবি থেকে বুধবার পড়ন্ত বিকেলেই জানিয়ে দেয়া হয়েছে যে, শুক্রবার ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচ খেলতে পারবেন না মুশফিক।
তিনদিনের ছুটি কাটিয়ে দুবাই হয়ে কলম্বো ফিরে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম মুঠোফোনে কলম্বো থেকে জাগো নিউাজকে নিশ্চিত করেছেন যে, বুধবার কলম্বো পৌঁছে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায় জাতীয় দলের অনুশীলনেও যোগ দিয়েছেন টাইগার ক্যাপ্টে।
কিন্তু সদ্য দ্বিতীয় সন্তান প্রসবের পর স্ত্রী অসুস্থ হয়ে পড়ায় কলম্বো ফিরতে পারেননি মুশফিকুর রহিম। ঢাকায়ই থেকে গেছেন এবং বিসিবি থেকে বুধবার পড়ন্ত বিকেলেই জানিয়ে দেয়া হয়েছে যে, শুক্রবার ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচ খেলতে পারবেন না মুশফিক।
Share On:
26 Comments
PTNBLBAzYVFH
October 23, 2024 at 6:51amPTNBLBAzYVFH
October 23, 2024 at 6:51amiZFBClVUcCTAY
November 12, 2024 at 9:07amiZFBClVUcCTAY
November 12, 2024 at 9:07amyIHypPpXLTSyu
November 15, 2024 at 10:35pmyIHypPpXLTSyu
November 15, 2024 at 10:35pmXYtwejoq
November 22, 2024 at 4:03pmXYtwejoq
November 22, 2024 at 4:03pmDDgDZgVv
November 25, 2024 at 4:51amDDgDZgVv
November 25, 2024 at 4:51amLeave A Reply