প্রথম শ্রেণির ক্রিকেটে মোস্তাফিজুর রহমানকে সবশেষ দেখা গেছে ২০২২ সালের জুনে। তবে সবশেষ দুই বছরে সীমিত ওভারের ক্রিকেটে তিনি খেলছেন নিয়মিত। ওয়ানডে, টি-টোয়েন্টি—সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণের মধ্যে তাঁর প্রিয় টি-টোয়েন্টি।
বিপিএল, আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তি টি-টোয়েন্টি টুর্নামেন্টে গত দুই বছরেই খেলেছেন মোস্তাফিজ। নিয়মিত উইকেট পেলেও খরুচে বোলিং করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। যেখানে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। মোস্তাফিজকে পিটিয়ে খেলা শেষ করেছেন মার্কাস স্টয়নিস। চাপের মুহূর্তে যেমন ব্যর্থ হয়েছেন, তেমনি সফলও হয়েছেন তিনি। এবারের আইপিএলে গুরুত্বপূর্ণ সময়ে চেন্নাইকে উইকেট এনে দিয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে হয়েছেন ম্যাচ-সেরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আজ সকালে প্রকাশিত এক ভিডিওতে মোস্তাফিজ বলেছেন, ‘ভালো লাগার হলে টি-টোয়েন্টিটা খুব উপভোগ করি। এই সংস্করণটা বেশি চাপের। এ কারণেই ভালো লাগে আমার। চাপটা খুব উপভোগ করি।’
দুর্দান্ত বোলিংয়ে গত কয়েক বছরে বাংলাদেশের পেস আক্রমণের নেতা হয়ে উঠেছেন তাসকিন আহমেদ। তাসকিনের সঙ্গে শরীফুল ইসলাম, হাসান মাহমুদের মতো তরুণ পেসাররাও বেশ কার্যকর। বাংলাদেশের পেস আক্রমণের প্রসঙ্গে মোস্তাফিজ বলেন, ‘আমাদের যে পেস বোলাররা আছে—তাসকিন, শরীফুল, সাইফউদ্দিন, হাসান—যতটুকু শিখেছি, তাদের সঙ্গে শেয়ার করব। আমাদের যদি আরেকটু উন্নতি হয়।’
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply